RS Tech Point

My blog is create for tech related tutorials purpose. Here is attached my youtube channel and facebook page. If you want to learn more tech, you can follow my youtube and facebook page.

Friday, August 6, 2021

thumbnail

মাইক্রোসফট অফিস ২০১৬ এর এক্টিভেশন কী’র সমস্যা ও প্রতিকার

 

Microsoft Office

কিভাবে মাইক্রোসফট অফিস ২০১৬ এর কী এক্টিভেশন করা যায় ?


বর্তমান ডিজিটাল যুগে কম্পিউটার ব্যবহার করে না এমন অফিস আদালত হয়তো খুজেই পাওয়া যাবে না। আর কম্পিউটার ব্যবহারকারীদের বেশির ভাগ লোকেরাই মাইক্রোসফট উইন্ডোজ এবং মাইক্রোসফট অফিস ব্যবহার করে থাকে। আজ আমরা আলোচনা করবো মাইক্রোসফট অফিসের ২০১৬ ভার্সন নিয়ে। অন্যান্য দেশের মতো বাংলাদেশেও কম্পিউটার ব্যবহারকারীদের নিকট মাইক্রোসফট অফিস অধিক জনপ্রিয় একটি প্রোগ্রাম। কিন্ত বিশ্বের অন্যান্য দেশে এর পেইড ভার্সন বেশি ব্যবহার করা হয়, যার ফলে একটা পিসিতে ১ বৎসর বা লাইফটাইম এর সাবস্ক্রিপশন ক্রয় করে ব্যবহারকারীরা। কিন্ত বাংলাদেশের কম্পিউটার ব্যবহারকারীরা সেই তুলনায় অধিক কৃপনতা অবলম্বন করে। সাধারণ ব্যবহারকারীরা তো পেইড ভার্সন ক্রয় করেই না কখনো, এমনকি বেশির ভাগ সরকারী বেসরকারী অফিসগুলোতেও ফ্রি ভার্সন ব্যবহার করতে দেখা যায়। আর ফ্রি ভার্সন ব্যবহারকারীদের সবসময় একটি সমস্যাতে পড়তে হয় তা হলো এক্টিভেশন কী অর্থাৎ লাইসেন্স কী। আর সাধারণত বাংলাদেশে মাইক্রোসফট অফিস প্রোগ্রামের যে সকল সিডি বা ডিভিডিগুলো বিভিন্ন দোকান পাটে পাওয়া যায় সেগুলো সব পাইরেটেড কপি। একারণে সিডি বা ডিভিডির সাথে এক্টিভেশন কী দেওয়া থাকলেও তা আর কিছুদিন পরে কাজ করে না এবং মাইক্রোসফট অফিস এর যে কোন প্রোগ্রাম ওপেন করার পর এক্টিভেশন কী ফেইল দেখায়। যার ফলে অনেক কম্পিউটার ব্যবহারকারীকেই বিরম্বনায় পড়তে দেখা যায় এবং কিছুদিন পর পর কম্পিউটারে উইন্ডোজ ও মাইক্রোসফট অফিস নতুন করে সেটআপ করতে দেখা যায়। কেউ কেউ আবার নিজে এই সেটআপের কাজগুলো করতে পারে না সে কারণে তাদেরকে আবার পিসি বা ল্যাপটপ নিয়ে বিভিন্ন কম্পিউটার সার্ভিসিং এর দোকান গুলোতে দৌড়াতে হয়। এখন ঘরে বসে নিজেরাই যদি মাইক্রোসফট অফিস এর এক্টিভেশন কী সমস্যার সমাধন করতে চান তাহলে লিংকে ক্লিক করে আমার ফেইসবুক পেইজ অথবা ইউটিউব চ্যানেল থেকে ভিডিও দেখে শিখে নিতে পারেন বা সমাধান করে নিতে পারেন। ভিডিও দেখতে এখানে ক্লিক করুন-

Subscribe by Email

Follow Updates Articles from This Blog via Email

No Comments

random/hot-posts